মাথায় শোকের কালো কাপড় বেঁধে কারবালার স্মরণ

ছবি-সংগৃহীত

মাথায় শোকের কালো কাপড় বেঁধে কারবালার স্মরণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ মহররমের ১০ তারিখ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

বাংলাদেশে আশুরা পালিত হচ্ছে আজ।

তবে বরাবরের মত এবারও কয়েকদিন আগে থেকেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পুরান ঢাকায়। আশুরার দিন প্রধান তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার বিভিন্ন এলাকার শিয়া সম্প্রদায়ের মানুষ সকাল থেকেই হোসেনি দালানের সামনে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে ইমামবাড়ার সামনে থেকে ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতম তুলে শুরু হয় বিশাল তাজিয়া মিছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে মিছিলটি পলাশি, নিউমার্কেটের রাস্তা হয়ে ধানমন্ডি ২ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে ‘কারবালা’প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

মিছিলে অনেকের হাতেই দেখা যায় জরি লাগানো লাল আর সবুজ নিশান, মাথায় শোকের কালো কাপড়। কারবালার স্মরণে কালো চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন।

ক্ষমতায় অধিষ্ঠিত হতে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসেনকে হত্যার পরিকল্পনা করেছিলেন মুয়াবিয়াপুত্র ইয়াজিদ। পরিকল্পনা অনুযায়ী হিজরি ৬১তম বর্ষের (৬৮০ খ্রিস্টাব্দ) এই দিনে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন ইমাম হোসেন।

এ শোক ও স্মৃতিকে স্মরণ করে সারাবিশ্বে মুসলিমরা বিশেষ করে শিয়া সম্প্রদায়ের লোকেরা আশুরাকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর