গুলি ছুড়ে বিয়ের আনন্দ উদযাপন, এখন বর-কনেকে খুঁজছে পুলিশ 
গুলি ছুড়ে বিয়ের আনন্দ উদযাপন, এখন বর-কনেকে খুঁজছে পুলিশ 

সংগৃহীত ছবি

গুলি ছুড়ে বিয়ের আনন্দ উদযাপন, এখন বর-কনেকে খুঁজছে পুলিশ 

অনলাইন ডেস্ক

বিয়ের অনুষ্ঠানে ৫ সেকেন্ডে চার রাউন্ড গুলে ছুড়ে আনন্দ উদযাপনই কাল হলো কনের। এ ঘটনার পরই বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে যায় কনে। পুলিশ এখন ওই বর কনেকে খুঁজছে। ভারতের উত্তর প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

খবর এনডিটিভি।  

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে বর-কনে পাশাপাশি বসা। এর মধ্যে কনের হাতে একটি পিস্তল থেকে আকাশের দিকে একের পর এক গুলি ছুড়তে দেখা যাচ্ছে।

এ সময় তার পেছনে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে ও হাসতে দেখা গেছে।  

গত শুক্রবার সেলেমপুর গ্রামের হাথরাস জ্যাকশনের একটি গেস্ট হাউজে ওই বিয়ের আয়োজন করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা পুলিশের নজরে আসে। এরপরই পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে।

হাথরাসের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর ওই পরিবারের সদস্যদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া অনুষ্ঠানে পিস্তল বহন করা ওই ব্যক্তিকেও খুঁজে বেড়াচ্ছে পুলিশ।  

উত্তর ভারতে বিয়ের অনুষ্ঠানে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে এটা আইন বর্হিভূত কাজ। ২০১৯ সালের অস্ত্র আইন অনুযায়ী জনসমাগমে কোনো ব্যক্তি লাইলেন্সকৃত অস্ত্র বহন করতে পারবে না। যদি কেউ এ আইন ভঙ্গ করে তাহলে তাকে দুই বছরের জেল অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।

news24bd.tv/আলী