বিয়ের অনুষ্ঠানে ৫ সেকেন্ডে চার রাউন্ড গুলে ছুড়ে আনন্দ উদযাপনই কাল হলো কনের। এ ঘটনার পরই বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে যায় কনে। পুলিশ এখন ওই বর কনেকে খুঁজছে। ভারতের উত্তর প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে বর-কনে পাশাপাশি বসা। এর মধ্যে কনের হাতে একটি পিস্তল থেকে আকাশের দিকে একের পর এক গুলি ছুড়তে দেখা যাচ্ছে।
গত শুক্রবার সেলেমপুর গ্রামের হাথরাস জ্যাকশনের একটি গেস্ট হাউজে ওই বিয়ের আয়োজন করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা পুলিশের নজরে আসে। এরপরই পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে।
হাথরাসের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর ওই পরিবারের সদস্যদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া অনুষ্ঠানে পিস্তল বহন করা ওই ব্যক্তিকেও খুঁজে বেড়াচ্ছে পুলিশ।
উত্তর ভারতে বিয়ের অনুষ্ঠানে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে এটা আইন বর্হিভূত কাজ। ২০১৯ সালের অস্ত্র আইন অনুযায়ী জনসমাগমে কোনো ব্যক্তি লাইলেন্সকৃত অস্ত্র বহন করতে পারবে না। যদি কেউ এ আইন ভঙ্গ করে তাহলে তাকে দুই বছরের জেল অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।
news24bd.tv/আলী