দাবদাহের মাঝেই যানজট : ট্রাফিক-চালকদের পাল্টাপাল্টি অভিযোগ
দাবদাহের মাঝেই যানজট : ট্রাফিক-চালকদের পাল্টাপাল্টি অভিযোগ

সংগৃহীত ছবি

দাবদাহের মাঝেই যানজট : ট্রাফিক-চালকদের পাল্টাপাল্টি অভিযোগ

জুবায়ের সানী

প্রতিদিন ট্রাফিক জ্যামে পড়ে নাকাল হচ্ছে রাজধানীবাসী। রমজানে যার তীব্রতা বেড়েছে কয়েকগুণ। যার মূল কারণ হিসেবে রাস্তার স্বল্পতার পাশাপাশি দায়ী করা হচ্ছে সড়কের শৃঙ্খলার অভাবকে।

আর রাস্তায় বাস চালকদের বেপরোয়া আচরণের কারণে যানজটের তীব্রতা বাড়ছে বলে মনে করে সাধারণ মানুষ।

আর বাস শ্রমিকরা মনে করেন দায় শুধু তাদের একার না।

সাধারণ যাত্রীদের অভিযোগ, বাস চালকরা অহেতুক রাস্তায় দাঁড়িয়ে থাকে যাত্রীর জন্য। তারা সময়মতো গন্তব্যে যায় না। সার্জেন্ট না দেখলে তারা ঘণ্টার পর ঘণ্টা রাস্তা আটকে জ্যামের সৃষ্টি করে।

তবে বাস চালকদের দাবি, তারা আগের মতো বাস ঠিকঠাক চালাতে পারেন না। কারণ পাবলিক বাসের তুলনায় রাস্তায় প্রাইভেটকার বেশি। এসবের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।

ট্রাফিক পুলিশের অভিযোগ, বাসগুলো যেখানে সেখানে সিগনাল ছাড়াই দাঁড়িয়ে যায়। তারা স্টপেজ ছাড়াই যেখানে সেখানে যাত্রী তোলে। অনেক সময়ে রাস্তার মাঝে আড়াআড়ি করে তারা বাস থামায়। এগুলোই মূলত যানজটের প্রধান কারণ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক