ভিডিও বার্তায় যা বললেন লিটন
ভিডিও বার্তায় যা বললেন লিটন

সংগৃহীত ছবি

ভিডিও বার্তায় যা বললেন লিটন

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি ব্যাটার লিটন দাস। টুর্নামেন্টের শুরু থেকে খেলতে না পারলেও দেশের হয়ে খেলা শেষ করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে যোগ দিয়েছেন টাইগার ওপেনার।

ইতোমধ্যে কলকাতায় সতীর্থদের সঙ্গে দলীয় অনুশীলন করছেন লিটন। আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কেকেআরের জার্সিতে একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

বুধবার (১২ এপ্রিল) লিটনকে নিয়ে কেকেআর ফ্রাঞ্চাইজি তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে ৪৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। যা নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে কলকাতা দলের সঙ্গে যোগ দেন লিটন। বিমানবন্দরে এক ভক্ত লিটনের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় সেই ভিডিওতে।

ভিডিও বার্তায় লিটন বলেন, 'অনেক ভালো লাগছে। এটার জন্য অপেক্ষায় ছিলাম কখন কেকেআরে আসবো। যখন যোগ দিলাম তখন জানতে পারলাম যে কঠিন একটা ম্যাচ জিতেছে কলকাতা। বাংলাদেশ দলও এখন ভালো খেলছে। ২-৩ বছর আগে থেকেই আমরা পরিকল্পনা করেছিলাম, আমরা এখন সফল হচ্ছি। এটা ভালো যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। কেকেআরে এসে আমি সৌভাগ্যবান। '

news24bd.tv/কেআই