মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সঙ্গে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
বুধবার বিকালে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কামরুল আহসানের ছোট ভাই ও চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।
মনোনয়ন জমা দেয়ার সময়ে গণমাধ্যমকে মাহিয়া মাহি বলেন, ‘আমার স্বামীর বড় ভাইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি।
আসন্ন ৫ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ও জমা দেয়ার শেষ দিন ছিল আজ বুধবার। গাজীপুর, সিলেট, বরিশাল, রংপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিত প্রার্থী ৪১ জন।
আগামী ২৫মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।