স্কুলছাত্র নয়নের মৃত্যু : রহস্যের জট খোলেনি দেড় মাসেও
স্কুলছাত্র নয়নের মৃত্যু : রহস্যের জট খোলেনি দেড় মাসেও

সংগৃহীত ছবি

স্কুলছাত্র নয়নের মৃত্যু : রহস্যের জট খোলেনি দেড় মাসেও

মাসুদা লাবনী

স্কুলছাত্র নয়নের মৃত্যু রহস্য উদঘাটন হয়নি দেড় মাসেও। গত ২৩ ফেব্রুয়ারি পাবনার ভাঙ্গুড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পাবনার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। যদিও শুরু থেকেই এই ঘটনাকে হত্যাকাণ্ড বলেই দাবি করে আসছে নিহতের পরিবার।

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী নাফিস হোসেন নয়ন গত ২১ ফেব্রুয়ারি গাজীপুরের ভাড়া বাসা থেকে বের হন বন্ধুর সাথে দেখা করতে। এরপর রাত থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ২৩ ফেব্রুয়ারি পাবনার ভাঙ্গুড়ার কৈডাঙ্গা রেলব্রিজের নিচে থেকে নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নয়নের বাবা।

কিন্তু দেড় মাসেও এই ঘটনার কুলকিনারা করতে পারেনি পুলিশ। সন্তান হারিয়ে দিশেহারা নয়নের মা এলি খাতুন। এমন অস্বাভাবিক মৃত্যুর বিচার দাবি করেছেন তিনি।

পুলিশ বলছে, কী ঘটেছিল সেদিন আর কীভাবেই বা নয়নের মৃত্যু হলো তা জানতে তদন্ত চলছে। শিগগিরই এই মৃত্যু রহস্য উদঘাটিত হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদ আলম।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২২ তারিখ নয়ন সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ছেলের সাথে রিকশায় কোথাও যাচ্ছিলো। নয়নের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো বলেও মামলায় উল্লেখ করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক