ভারতের টার্গেট ১৭৪ রান

ভারতের টার্গেট ১৭৪ রান

ভারতের টার্গেট ১৭৪ রান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ব্যর্থতার চিত্র এটি। দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে মাত্র ১৭৪ রানের চ্যালেঞ্জ দিল বাংলাদেশ।

টপ এবং মিডল অর্ডারের ব্যর্থতার দিনে জ্বলে উঠেছেন লেজের ব্যাটসম্যানরা। ১০১ রানে সাত উইকেট পতনের পর অষ্টম উইকেট জুটিতে মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েছেন অধিনায়ক মাশরাফি।

টস জিতে বাংলাদেশকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বলেছিলেন, তারা যে করেই হোক চেয়েছিলেন প্রথমে ব্যাট করার। টস জিতে হোক কিংবা হেরে- বাংলাদেশ তো প্রথমেই ব্যাট করার সুযোগ পেয়েছে।

কিন্তু ভারতীয় পেস কিংবা স্পিন- কোনো বোলারকেই ভালো খেলতে পারলো না সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহরা।

যে কারণে শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ১৭৩ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর