রোনালদোর সঙ্গে বিবাদে জড়িয়ে চাকরি হারালেন আল নাসর কোচ
রোনালদোর সঙ্গে বিবাদে জড়িয়ে চাকরি হারালেন আল নাসর কোচ

সংগৃহীত ছবি

রোনালদোর সঙ্গে বিবাদে জড়িয়ে চাকরি হারালেন আল নাসর কোচ

অনলাইন ডেস্ক

সৌদি প্রো লিগে নিজেদের সবশেষ ম্যাচে আল ফেইহার বিপক্ষে গোলশূন্য ড্র করে আল নাসর। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে দলটি শিরোপা দৌড় থেকে আরও পিছিয়ে পড়েছে। শীর্ষে থাকা আল ইতিহাদের সঙ্গে দুইয়ে থাকা নাসরের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩-এ।

আল ফেইহার বিপক্ষে আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দুটি গোলের সুযোগ নষ্ট করেন।

তার সতীর্থরাও এদিন ছিলেন ব্যর্থ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই আল নাসর কোচ রুডি গার্সিয়া তার দলের ফুটবলারদের সমালোচনা করেন। এমনকি ড্রেসিংরুমে ফুটবলারদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয় বলেও খবর আসে। সেই কারণেই কি-না, চাকরি হারালেন রুডি গার্সিয়া।

আজ বৃহস্পতিবার আল নাসর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে সমঝোতায় রুডি গার্সিয়া প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন।


আজ বৃহস্পতিবার আল নাসর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে সমঝোতায় রুডি গার্সিয়া প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন। এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, আল নাসর ঘোষণা করছে যে, পারস্পরিক সমঝোতায় প্রধান কোচ রুডি গার্সিয়া ক্লাব ছাড়ছেন। বোর্ড এবং আল নাসরের প্রত্যেকে রুডি এবং তার কর্মীদের গত ৮ মাসে তাদের নিবেদিত কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই।

গত বছরের জুনে আর্জেন্টিনার মিগুয়েল আনহেল রুসোকে বরখাস্তের পর ফ্রান্সের রুডি গার্সিয়াকে নিয়োগ দেয় আল নাসর। তার সময়েই জানুয়ারিতে ক্লাবটিতে যোগ দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শুরু থেকেই রোনালদোর সঙ্গে সম্পর্কটা মোলায়েম ছিল না রুডির। গোল ডট কম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রোনালদোর সঙ্গে বিবাদে জড়ানোই কাল হয়েছে রুডির জন্য।  

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, আল ফেইহার বিপক্ষে ড্রয়ের পর কোচের কৌশলের সমালোচনা করেন রোনালদো। এরপর কোচ ড্রেসিংরুমে ফেরার পর ফুটবলারের সঙ্গে বিবাদে জড়ান। সেখানে হয় উত্তপ্ত বাক্য বিনিময়। যারপরনাই আল নাসর ছাঁটাই করলো ৫৯ বছর বয়সী এই কোচকে।

news24bd.tv/SHS