ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে বাজার, যান চলাচলে ধীরগতি

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে বাজার, যান চলাচলে ধীরগতি

অনলাইন ডেস্ক

দেশের আমদানি রপ্তানির নব্বই শতাংশই হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। সড়কপথে বন্দরে পণ্য আনা-নেওয়ার একমাত্র পথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সড়কটির বিভিন্ন স্থানে বাজার বসায় যান চালাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। গতি কমছে গাড়ির, সৃষ্টি হচ্ছে যানজটের।

এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিংও জটের অন্যতম কারণ। যানজটে নির্দিষ্ট সময়ে পণ্য পৌঁছানো যাচ্ছে না গন্তব্যে, ভোগান্তিতে আছেন যাত্রীরাও। পুলিশ বলছে, ঈদ সামনে রেখে সড়কে বিশেষ নজরদারি করছেন তারা। এছাড়া বাজার উচ্ছেদেও ব্যবস্থা নেওয়া হবে।
 

দেশে অর্থনীতির লাইফ লাইন হিসেবে খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বিশেষ করে এই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বাজার গড়ে ওঠায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।  

সড়কের কুমিল্লা অংশে নিমসার বাজার বসার কারণে যানজট লেগে থাকে বেশিরভাগ সময়। এখানে উল্টোপথে গাড়ি চলাও জটের বড় কারণ। এছাড়া পদুয়ার বাজার এলাকায় এলোমেলোভাবে বাস দাঁড়িয়ে থাকা এবং অবৈধ পার্কিংয়ের কারণে গাড়ির গতি কমে যায়।  

চট্টগ্রাম অংশের সীতাকুণ্ডেও আছে বেশ কয়েকটি অস্থায়ী বাজার। বড় দারোগার হাট, শুকলালহাট, বারৈয়ারহাটসহ বেশ কয়েকটি স্থানে অস্থায়ী বাজার বসে যানজটের সৃষ্টি হওয়ায় বিরক্তি প্রকাশ করেন গাড়ি চালকরা। বাজরে পণ্য নিয়ে আসা কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, বিকল্প ব্যবস্থা করে দিলে তারও ঝুঁকিমুক্তভাবে ব্যবসা করতে পারবেন।

মহসড়কটি যানজটমুক্ত রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঈদ সামনে রেখেও বিশেষ নজরদারির কথা জানিয়েছেন তারা।

শুধু বাজার উচ্ছেদই নয় অর্থনীতির এই লাইফ লাইনটি সচল রাখতে দ্রুত আট লেনের মহাসড়কে পরিণত করার কোনো বিকল্প নেই বলে মনে করেন পরিকল্পনাবিদরা।


news24bd.tv/আইএএম