নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার
নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার

নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে তিন রাস্তার মোড় সংলগ্ন ভিটিতে পড়ে ছিল এক যুবকের রক্তাক্ত লাশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের মাহুতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।  

লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এখনো হত্যাকাণ্ডের সঠিক কোন কারণ জানা যায়নি।

তবে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিহত শাহাদাত হোসেন (২৮) উপজেলার জয়াগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বকস আলী জমাদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কয়েকজন পথচারী নারী উপজেলার মাহুতলা এলাকার তিন রাস্তার মোড় সংলগ্ন বাবুলের ভিটির উপর শাহাদাতের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তারা বিষয়টি স্থানীয় নারী ইউপি সদস্যকে অবহিত করে।

পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

স্থানীয়রা জানায়, মৃতদেহের শরীরে ধুলাবালি মিশানো এবং অসংখ্য রক্তাক্ত নীলা ফুলা জখমের চিহ্ন, হাঁটুতে রক্তাক্ত দাগ, বাম চোখে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গতরাতে কেউ তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এখনো হত্যাকাণ্ডের সঠিক কোনও কারণ জানা যায়নি।  

তবে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক