‘সব পুইড়া গেল, এত টাকার ঋণ শোধ করব কীভাবে?’  

সংগৃহীত ছবি

‘সব পুইড়া গেল, এত টাকার ঋণ শোধ করব কীভাবে?’  

অনলাইন ডেস্ক

‘চোখের সামনে সব শেষ হইয়া গেল। দেখলাম, কিন্তু কিছু করবার পারলাম না। আমার এত টাকার ঋণ শোধ করব কীভাবে?’ শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের গেটের সামনে গণমাধ্যমকে  কথাগুলো বলছিলেন নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাসনেয়ারা বুটিক হাউজের মালিক মহাসিন খান।  

মহাসিন খান প্রায় দুই যুগ ধরে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় ব্যবসা করেন।

বছর খানেক আগে ব্যবসা বৃদ্ধির জন্য নতুন একটি দোকানও নিয়েছেন। নতুন দোকানে ১২ লাখ টাকা খরচ করে ডেকোরেশন ও ৯ লাখ টাকার মালামাল তুলেছেন। আজ ভোরে তিনি তার কারখানায় ছিলেন। সেখান থেকে আগুনের খবরে ছুটে আসেন তিনি।
ছুটে এসে দেখেন দাউদাউ করে জ্বলছে আগুন।  

মহাসিন জানান, তার দোকানে ৯ লাখ টাকার মালামাল ছিল। যার সবটাই পুড়ে গেছে। কোনো কিছুই রক্ষা করতে পারেননি তিনি।  

পাইকারী ব্যবসায়ী রাজু বলেন, আমারসহ আরও কয়েকজন বন্ধুর চার থেকে পাঁচটা দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে।  

তিনি জানান, তার দোকানেই কয়েক লাখ টাকার মাল ছিল। যা তিনি ঈদের মার্কেটে বিক্রিও করছিলেন।  

তিনি বলেন, আমাদের সারিতে থাকা সব দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। এইভাবে আগুন লাগলে আমরা বাচুম ক্যামনে? সব পুইড়া গেল!  

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অধিকাংশ ব্যবসায়ী কোনো মালামাল বের করতে পারেননি। রাতে তারা দোকান বন্ধ করে চলে গেছেন। সেহরি খেয়ে সকালে ঘুমিয়েছিলেন। কেউ সকাল সাতটা কেউ সাড়ে ছয়টার দিকে খবর পেয়েছেন। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে।  

চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে জড়ো হয়েছেন ব্যবসায়ীরা। অনেকেই কান্নাকাটি করছেন।

এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫ টা ৪০ মিনিটে লাগা আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ চলছে। ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও নিরাপত্তার স্বার্থে আমরা আগে ঘোষণা দেইনি।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ কর্মীসহ ২২ জন আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে।

আগুনে অন্তত ১৫শ’ দোকানের ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক