ওয়ানডেতে বাংলাদেশ ভয়ঙ্কর প্রতিপক্ষ

দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস

ওয়ানডেতে বাংলাদেশ ভয়ঙ্কর প্রতিপক্ষ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা নিজেদের দেশের বাইরেও ভালো করতে পারে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে।

ঘরের বাইরে টেস্ট ক্রিকেটে তাদের রেকর্ড সম্পূর্ণ ভিন্ন। কিন্তু সাদা বলের ক্রিকেটে তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ, বিশেষ করে একদিনের ক্রিকেটে, সেটি তারা প্রমাণ করেছে।


রবিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর সিরিজ উদ্বোধনী ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস এসব কথা বলেছেন।

ডু প্লেসিস আরও বলেন, আমাদের জন্য টেস্ট ম্যাচের জয় দুটি বেশ ভালো ছিল এবং আমরা তাদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছি। কিন্তু ওয়ানডে সিরিজে আমরা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ প্রত্যাশা করছি।

আজ বাংলাদেশ সময় দুইটায় কিম্বার্লির ডায়মন্ড ওভাল মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

সম্পর্কিত খবর