ইরানে সামরিক কুচকাওয়াজে হামলায় নিহত বেড়ে ২৪

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলায় নিহত বেড়ে ২৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানে সামরিক কুচকাওয়াজে অস্ত্রধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর ১১ সেনা, এক সাংবাদিক ও নারী-শিশু রয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে আছেন অর্ধশতাধিক বেসামরিক লোক। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে তেহরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমনিউজডটকম প্রচার করে।

শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশ সামরিক কুচকাওয়াজে এ হামলা চালানো হয়।  

খবরে বলা হয়েছে, কুচকাওয়াজ চলাকালে চারপাশে বিপুল সংখ্যক দর্শকরা উপস্থিত হন। এসময় দর্শকদের ভিড়ে অস্ত্রধারী দুই ব্যক্তি গুলি চালায়।

হামলাকারীদের গুলিতে ঘটনাস্থলেই ১১ সেনা নিহত হয়।  

এরপর সেনারা পাল্টা গুলি চালালে ওই দুই হামলাকারীও নিহত ‍হয়। হামলাকারী দুজনের পরনে ছিল খাকি পোশাক। তারা মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থলে এসে হামলা চালায়।  

উল্লেখ্য, ইরাক-ইরান যুদ্ধের শুরুর দিনটির এ স্মরণে দেশটির বিভিন্ন শহরে এ কুচকাওয়াজ হচ্ছিল। ১৯৮০ সালে শুরু হয়ে পরবর্তী আট বছর প্রতিবেশী দেশ দুটির মধ্যে এ যুদ্ধ চলে।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর