আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা

আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান মাশরাফি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে রক্ষণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ দিচ্ছেন অনেকে। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রক্ষণাত্মক খেলার বিপক্ষে।

শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রক্ষণাত্মক ক্রিকেট খেলার প্রশ্নই উঠে না। যদি এমন ভাবনা থাকে, নিজেদের দিনে আমরা ওদের হারাতে পারব, আমার মনে হয় তাহলে আমরা সুযোগই পাব না।

ব্যাটিং-বোলিং যাই করি এখান থেকে বের হয়ে আসার একমাত্র পথ হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট খেলা। উপমহাদেশের সব দলের জন্য দক্ষিণ আফ্রিকা কঠিন জায়গা। আমরা এখান থেকে বের হতে পারি একমাত্র আক্রমণাত্মক ক্রিকেট খেলে।

মাশরাফি বলেন, দেশে মোটামুটি সাফল্য পাওয়ার পর প্রথম বিদেশ সফর ছিল নিউজিল্যান্ডে।

আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। এরপর শ্রীলঙ্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা মোটামুটি ভালো পারফরম্যান্স করেছি। আমার মনে হয়, এই বছরের সবচেয়ে কঠিন সফর- এই মুহূর্তে আমরা যেটা করছি।

সবার একটু দ্বিধায় থাকা স্বাভাবিক। তবে এটা চিন্তা করে খেলতে নামলে, খেলাটা আরও কঠিন হয়ে যাবে। আমি মনে করি, যদি আগের সব ভুলে গিয়ে নতুন উদ্যম নিয়ে যদি শতভাগ দিয়ে ওদের সঙ্গে লড়তে পারি তাহলে যে কোনো কিছুই হতে পারে।

সম্পর্কিত খবর