দু'দেশের জনগণের যোগাযোগ বৃদ্ধির চেষ্টা অব্যাহত আছে: ভারতীয় হাইকমিশনার

দু'দেশের জনগণের যোগাযোগ বৃদ্ধির চেষ্টা অব্যাহত আছে: ভারতীয় হাইকমিশনার

রাজশাহী প্রতিনিধি

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের জনগণের ব্যবসা- বাণিজ্যসহ নানা বিষয়ে যোগাযোগ বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত আছে। আমরা রেল, সড়ক উভয় দিক দিয়েই যোগাযোগ বাড়াবো এবং তা প্রক্রিয়াধীন।

আজ সোমবার সকালে রাজশাহীতে মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় নেতা এ.এইচ.এম কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সোমবার সকালে মুজিবনগর দিবস উপলক্ষে নগরীর কাদিরগঞ্জে শহীদ জাতীয় নেতা কামারুজ্জামানের মাজারে আসেন তিনি।

সঙ্গে ছিলেন স্থানীয় সহকারী হাইকমিশনারের কর্মকর্তারা।

এ সময় কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তার আত্মার মাগফিরাত কামনায় নিরবতা পালন করেন। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মুক্তিযুদ্ধের সময় দু'দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেন এবং তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।