রংপুরে মতি প্লাজায় আগুন নিয়ন্ত্রণে

রংপুরে মতি প্লাজায় আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রংপুর নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানির মোড়ে মতি প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টার আধঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

সোমবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে দুই ইউনিট যোগ দিলেও আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও ৮টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের নিচ তলার একটি দোকার থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার স্পষ্ট কোনো কারণ জানাতে পারেনি তারা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আবু মারুফ হোসেন বলেন, এই মুহূর্তে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারছি না। এই ঘটনায় কারও হাত আছে কিনা সেটা তদন্তে বেরিয়ে আসবে।

সারাদেশে একটা দাবদাহ চলছে। ঈদের বাজারের কারণে বৈদ্যুতিক ব্যবহার বেড়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

পুলিশের এই কর্মকর্তা জানান, এখনও নেভানোর কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। ফায়ার সার্ভিস সদস্যরা ভেতরে রয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক