বাগেরহাটে ৫ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

বাগেরহাটে ৫ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ৫ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করেছে। সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। সাধারণ মানুষের জন্য কাজ করেছে।

সোমবার দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ঈদ উপহার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন হেলাল। এসময় শেখ হেলাল উদ্দিন নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, ৫০ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫০ হাজার টাকার অনুদানের চেক এবং একশত জনকে ৫ হাজার টাকার অনুদান প্রদান করেন।

শেখ হেলাল বলেন, আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে। এজন্য আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না।

এমপি শেখ হেলাল আরও বলেন, বিএনপি সরকারের পতন ঘটাতে চায়, উৎখাত করবে বলে অনেক কথাই বলে থাকে, কিন্তু মানুষের অসুবিধার সময় তারা পাশে দাঁড়ায় না। করোনাকালীন সময় ও দক্ষিণাঞ্চলে বন্যায় মানুষের ঘরবাড়ি যখন উপড়ে পড়ে তখন তারা মানুষের পাশে দাঁড়ায়নি। মানুষ যখন ভোগান্তিতে থাকে তখন তাদের খুঁজে পাওয়া যায় না।

অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, সাবেক এমপি হেপী বড়াল, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান বাবুল হোসেন, সাধারণ সম্পাদক পিযূষ কান্তি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv/FA