বিভাগীয় শহরে জনসভা করবে যুক্তফ্রন্ট

ছবি-সংগৃহীত

বিভাগীয় শহরে জনসভা করবে যুক্তফ্রন্ট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানী ঢাকায় নাগরিক সমাবেশের পর এখন সিলেট, রাজশাহী ও ময়মনসিংহে পৃথক তিনটি জনসভার আয়োজন করবে যুক্তফ্রন্ট। এতে বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারাও অংশ নেবেন। শনিবার রাতে ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সদস্য সচিব আবম মোস্তফা আমিন, সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, শনিবার বিকালে রাজধানীর গুলিস্তানে অবস্থিত মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্যপ্রক্রিয়ার উদ্যোগে নাগরিক সমাবেশ শেষে এদিন রাতেই পরবর্তী কর্মসূচি প্রণয়ন নিয়ে ড. কামাল হোসেনের বাসভবনে বৈঠকে বসেন যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্যপ্রক্রিয়ার শীর্ষ নেতারা। এই বৈঠকে তিন বিভাগীয় শহরে জনসভা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর