মদ-বিয়ার বিক্রিতে রেকর্ড আয় পশ্চিমবঙ্গ সরকারের
মদ-বিয়ার বিক্রিতে রেকর্ড আয় পশ্চিমবঙ্গ সরকারের

সংগৃহীত ছবি

মদ-বিয়ার বিক্রিতে রেকর্ড আয় পশ্চিমবঙ্গ সরকারের

অনলাইন ডেস্ক

মদ-বিয়ার বিক্রিতে রেকর্ড গড়েছে ভারতের পশ্চিমবঙ্গের সরকার। গত অর্থবছরে শুধুমাত্র মদ বিক্রি করেই ২২,০০০ কোটি টাকা ঢুকেছে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে। পাশাপাশি বিয়ার বিক্রিও হয়েছে দ্বিগুণ। ফলে হাসি ফুটেছে আবগারি কর্মকর্তাদের মুখে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে পশ্চিমবঙ্গে ২২,০০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এ প্রথমবার রাজ্যে মদ বিক্রির পরিমাণ ২০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। গত অর্থ বছরে বিয়ার বিক্রি দ্বিগুণ হয়েছে। বিয়ারের বিক্রির অঙ্কটা ৪,০০০ কোটি টাকা ছুঁয়েছে।

যা পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কখনোই ঘটেনি।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে (২০২২-২৩ অর্থবছর) পশ্চিমবঙ্গে ২২,০০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা ২০২১-২২ অর্থবছরে ১৮,০০০ কোটি টাকা ছিল। সবমিলিয়ে আবগারি থেকে ১৬,২৭২ কোটি টাকা লাভ হয়েছে রাজ্যের। ২০২১-২২ অর্থবছর থেকে ২০ শতাংশ বেশি (১৩,৫৪৩ কোটি টাকা)।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে লাফিয়ে-লাফিয়ে আবগারি খাতে লাভের পরিমাণ বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছরে যেখানে আবগারি-বাবদ (মদ বিক্রি করে) লাভ হয়েছিল ৩,৫৮৭ কোটি টাকা। যা ২০২১-২২ অর্থবছরে চারগুণের বেশি হয়ে গেছে বলে পশ্চিমবঙ্গ সরকারের তরফে দাবি করা হয়েছে।

এরইমধ্যে চলতি অর্থবছরে যে অঙ্কের বিয়ার বিক্রি হয়েছে, তাতে হাসি ফুটেছে আবগারি কর্তাদের মুখে। গত অর্থবছরে ৪,০০০ কোটি টাকার বিয়ার বিক্রি হয়েছে। যা ২০২১-২২ অর্থবছরে ১,৭০০ কোটি টাকা থেকে ১,৮০০ কোটি টাকার মধ্যে ছিল। সার্বিকভাবে ২০২১-২২ অর্থবছরে যেখানে মোট মদ বিক্রির নিরিখে ৯ শতাংশ বিয়ার বিক্রি হয়েছিল, গত অর্থবছরে তা ১৮ শতাংশে ঠেকেছিল।

পশ্চিমবঙ্গের আবগারি কর্তাদের বক্তব্য, মানুষ যাতে চোলাইমদ বা বিষমদের দিকে ঝুঁকে না পড়ে তাই যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেজন্য দেশি মদের গুণগত মান বাড়ানো হচ্ছে।

news24bd.tv/SHS