খাল থেকে অজ্ঞাত নারী-শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
খাল থেকে অজ্ঞাত নারী-শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

খাল থেকে অজ্ঞাত নারী-শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দুটি ব্রীজের নিজ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রীজের নিচে ও পাশ্ববর্তী আলীপুর ব্রীজের নিচ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। এখনও লাশের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কখালের হানুবাইশ ব্রীজের নিচে একটি দেড় বছরে বাচ্চা ও পাশ্ববর্তী আলীপুর এসপি বাড়ির সামনের ব্রীজের নিচে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রিন্টের সেলোয়ার কামিজ পরিহিত ২০-২২ বছরের এক নারী ও পার্শ্ববর্তী অন্য আরেকটি ব্রীজের নিচ থেকে দেড় বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেন। শিশুটি মহিলার কন্যা সন্তান হবে এমনটাই মনে করছেন এলাকাবাসী।  

লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

news24bd.tv/কেআই