খুলনায় বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ
খুলনায় বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ

খুলনায় বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ

খুলনায় তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিগত ২৩ বছরের মধ্যে এবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা অঞ্চলে। এ অবস্থায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইসতেসকার আদায় করেছেন মুসল্লিরা।

বুধবার (১৯ এপ্রিল) সকালে খুলনা হাদিস পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার আয়োজনে এই নামাজ আদায় করা হয়।

নামাজে ইমামতি করেন গোয়ালখালি ক্যাডেট স্কিম মাদ্রাসার মুহতামিম অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

খুতবা ও দোয়া পরিচালনা করেন ফুলবাড়িগেট জামিয়া এমদাদিয়া দিবানৈশ মাদ্রাসার মুহতামীম মাওলানা গোলামুর রহমান। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তি জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমরা বিপর্যস্ত অবস্থায় আছি।

এই অবস্থা থেকে রক্ষা পেতে ইসতেসকার নামাজ আদায় করা হয়েছে। দীর্ঘদিন বৃষ্টি না হলে এটি আদায় করা সুন্নত।

উল্লেখ্য, এই নামাজ শেষে ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক