কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজার ১নং রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহম্মদ আলী (৫৫) নামে এক চালের গোডাউনের শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে সুজন আলী জানান, তার বাবা কাওরানবাজার এক ১নং রেলগেট এলাকায় একটি চালের গোডাউনের শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিকেলে বিশ্রাম নেওয়ার জন্য রেলগেট লাইনের পাশে বসে ছিলেন তিনি।

নিহতের ছেলে জানান, তার বাবা কানেও কম শোনেন। তিনি সেখান থেকে হেঁটে রাস্তা পার হওয়ার সময়ে দুই পাশে দুটি ট্রেন চলে আসে। পরে কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় একদিকে দৌঁড় দিলে ট্রেনে সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক