২৯১ কি.মি. সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী

২৯১ কি.মি. সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

ঈদের ছুটিতে যানজট এড়াতে সাইকেল চালিয়ে ২৯১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোর জেলার কেশবপুরে পৌঁছান এক শিক্ষার্থী। তার নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী। এ পথ পাড়ি দিতে তার সময় লাগে ৩১ ঘণ্টা।

জানা যায়, গত শনিবার রাত পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ফটক থেকে যাত্রা শুরু করে সোমবার ভোর সাড়ে ৩টার দিকে কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছান তিনি। এ পথ পাড়ি দিতে মামুন সর্বমোট ৩১ ঘণ্টা সময় নিলেও সাইকেল চালিয়েছেন ১৯ ঘণ্টা ১৪ মিনিট। বাকি সময় যাত্রাবিরতি ও বন্ধুদের সঙ্গে মতবিনিময় করতে ব্যয় করেছেন তিনি।

আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার অনেকদিনের ইচ্ছে ছিল সাইকেলে চড়ে বাড়ি ফেরা।

বিভিন্ন ব্যস্ততায় তা কখনও হয়ে উঠেনি। তবে ঈদযাত্রায় সড়কে যানজট ও ভোগান্তির কথা মাথায় রেখেই আমি অনেকদিন আগে থেকেই এবার ঈদে সাইকেলে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলাম। সেজন্য গত তিন মাস ধরে প্রস্তুতি নিয়েছি।

উল্লেখ্য, তিনি এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ কিলোমিটার সাইকেল চালিয়ে খাগড়াছড়ি ও গত বছরের জুনে ৩৬৬ কিলোমিটার পাড়ি দিয়ে শ্রীমঙ্গলসহ বিভিন্ন সময় আরও অনেক দূরের পথ অতিক্রম করেছেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক