নেত্রকোনায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

তিনজনের যাবজ্জীবন

নেত্রকোনায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নেত্রকোনার পূর্বধলায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে প্রত্যাককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।  

রোববার দুপুরে জনাকীর্ণ আদালাতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

প্রথমবারের মতো নেত্রকোনায় মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পূর্বধলার সরকার শাহারিয়ার আলম, নাজমুল হক ও রফিকুল ইসলাম।

নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের পিপি ইফতেকার উদ্দিন মাসুদ জানান, ২০১৫ সালে ৬ জুন রাতে অভিযান চালিয়ে পূর্বধলা থানা-পুলিশ দূর্গাপুর শ্যামগঞ্জ সড়কের চৌরাস্তা মোড় থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

পরে এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই বছর ১১ আগস্টে  আদালতে চার্জসীট দাখিল করে। আদালত আটজন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন।

(নিউজ টোয়েন্টিফোর/কাকান/তৌহিদ)

সম্পর্কিত খবর