পাকিস্তান বলেছে যে ভারত আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করতে পারে তা বিশ্বাস করার উপযুক্ত কারণ রয়েছে। পাকিস্তান সরকার সেদেশের গণমাধ্যমে বলেছে যে তাদের বিশ্বাস করার জোরালো কারণ রয়েছে যে ভারত আগামী দু-এক দিনের মধ্যে আক্রমণ করতে পারে। এদিকে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীপরিষদ বা উচ্চপদস্থ কর্মকর্তা ইতোমধ্যেই হুমকি দিয়ে ভারতকে বলেছেন, তারা তাদের সকল পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করে রেখেছে। যদিও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ হয়েও ভারত সম্প্রতি পাকিস্তানকে পারমাণবিক যুদ্ধের কোনো হুমকি দেয়নি। কখনও কখনও, দেশগুলি একটি বার্তা পাঠাতে বা অন্য দেশকে ভয় দেখানোর জন্য আক্রমণ করে, এমনকি তারা পূর্ণ যুদ্ধ না চাইলেও। কাশ্মীর একটি বিশেষ এলাকা যা ভারত ও পাকিস্তান উভয়েই চায়। এরপর কী হতে পারে তা নিয়ে অনেকেই চিন্তিত।...
কীভাবে একে অপরের ওপর আঘাত হানতে পারে ভারত-পাকিস্তান, ইতিহাস যা বলছে
অনলাইন ডেস্ক

ভারত সীমান্তে ট্যাংক, কামান, গোলা নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া
অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস বৃহস্পতিবার (১ মে) জানিয়েছে, পাকিস্তানের সেনারা সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এছাড়া গোলন্দাজ ইউনিটগুলোকে সামনের দিকে নিয়ে এসেছে। পাকিস্তান রাজস্থানের লংয়েওয়ালা সেক্টরের সীমান্তে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। অপরদিকে পাক বিমানবাহিনী একই সময়ে তিনটি আলাদা মহড়া চালাচ্ছে। এতে এফ-১৬, জে-১০ এবং জেএফ-১৭সহ সব ধরনের বড় যুদ্ধবিমান মহড়ায় যুক্ত করেছে তারা। গত ২৯ এপ্রিল থেকে বিমানবাহিনীর এসব মহড়া চলছে। এছাড়া ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে...
ভারত-পাকিস্তান উত্তেজনায় সৌদি আরবের উদ্বেগ
অনলাইন ডেস্ক

সীমান্ত এলাকায় ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এবং সামরিক বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সৌদি আরব। ৩০ এপ্রিল (বুধবার) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় দেশকে উত্তেজনা প্রশমনে এবং কূটনৈতিক পথ অনুসরণ করে বিরোধ মেটাতে আহ্বান জানায়। বিবৃতিতে সৌদি আরব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক গড়ার আহ্বান জানায়। এতে বলা হয়, উভয় দেশের জনগণ এবং গোটা অঞ্চলের কল্যাণে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জরুরি। সম্প্রতি ভারত-শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। এই প্রেক্ষাপটে পাকিস্তান সরকারের দাবি, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত সামরিক হামলা চালাতে পারে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্স-এ (সাবেক টুইটার)...
গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের জন্যও বাড়ছে চাপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর অভিবাসন নীতিতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছেন। এবার গ্রিনকার্ডধারীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা, যেখানে বলা হয়েছেযুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকলেও, অতিথির মতো আচরণ না করলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসন পরিষেবা (USCIS) সম্প্রতি এক পোস্টে জানিয়েছে, গ্রিনকার্ড থাকলেই নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে থাকার নিশ্চয়তা নেই। যদি কাউকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করা হয়, তার বৈধ নথি বাতিল করা হবে। এই ঘোষণার পর থেকেই বৈধ অভিবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যেসব অভিবাসী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে অনিশ্চিত। কেন গুরুত্বপূর্ণ এই সতর্কতা?...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর