ঈদের দিনক্ষণ জানালো আরব আমিরাত

সংগৃহীত ছবি

ঈদের দিনক্ষণ জানালো আরব আমিরাত

অনলাইন ডেস্ক

আরব আমিরাতেও দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সৌদি আরবের মতো আগামীকাল শুক্রবার আমিরাতেও পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। খবর খালিজ টাইমসের

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানায়, ২০ এপ্রিল রমজান মাসের শেষ দিন এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের শেষের অর্ধচন্দ্র দেখা গেছে। ফলে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার।

ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়।

তাই  মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।

এদিকে, পশ্চিম এশিয়ার দেশ ওমানে বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে আগামী ২২ এপ্রিল, শনিবার। একই দিনে ঈদ উদযাপিত হবে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড এবং জাপানে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।

আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।

news24bd.tv/SHS