মহেশপুর সীমান্তে ২৭টি স্বর্ণের বারসহ আটক ২
মহেশপুর সীমান্তে ২৭টি স্বর্ণের বারসহ আটক ২

সংগৃহীত ছবি

মহেশপুর সীমান্তে ২৭টি স্বর্ণের বারসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২৭টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার নেপার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলো- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের মনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (৩২) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (২৬)।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুই জন ব্যক্তি স্বর্ণ পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেলে নেপা মোড় দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে।

সে সময় আগে থেকে অবস্থানরত পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল নেপা মোড়ের বাকোশপোতা জসিম স্টোরের পাশে ওই মোটরসাইকেলটির গতিরোধ করে। এ সময় দুই জনকে তল্লাশি করে প্যান্টের পকেটে কস্টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ২৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্যে দুই কোটি ছাপান্ন লাখ ৩৮ হাজার ৫২০ টাকা।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক