শান্তর পর মিঠুনও আউট

নাজমুল হোসেন শান্ত

শান্তর পর মিঠুনও আউট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নাজমুল হাসান শান্তর পর মোহাম্মদ মিঠুনকে হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। শান্ত ৬ রানে ও মিঠুন এক রানে আউট হন।

নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপে এনিয়ে তিন ম্যাচে ৭, ৭ ও ৬ রান করে সাজঘরে ফেরেন। তার বিদায়ের পর দুই রান যোগ করতেই সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন।

এর আগে এশিয়া কাপে সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে লিটন ২১ ও মুশফিক ৫ রানে ব্যাট করছেন।

একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

একাদশে ঢুকেছেন ইমরুল কায়েস ও নাজমুল ইসলাম অপু। মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে ইমরুল কায়েসকে একাদশে রাখা হয়েছে। অন্যদিকে, রুবেল হোসেনের পরিবর্তে একাদশে রাখা হয়েছে নাজমুল ইসলাম অপুকে। এই ম্যাচের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে স্পিনার অপুর।

বাংলাদেশ একাদশ : 
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং নাজমুল ইসলাম অপু।

আফগানিস্তান একাদশ : 
মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, সামিউল্লাহ সেনওয়ারি, আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম এবং মুজিব-উর রহমান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর