৫ উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে বাংলাদেশ

মহা বিপর্যয়ে বাংলাদেশ

৫ উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

একের পর আউটে বিপর্যস্ত বাংলাদেশ। ১৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া বাংলাদেশ দলকে খেলায় ফেরান লিটন দাস ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেট জুটিতে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে রশিদ খানকে মারতে গিয়ে সাজঘরে ফেরেন লিটন। ৪১ রান করে লিটন বিদায় নেওয়ার পর কোনো রান যোগ করার আগেই ভুল সিদ্ধান্তে ফেরেন সাকিব আল হাসান।

শূন্য রানে রান আউট হয়ে সাজঘরে সাকিব। তারপরই ভুল সিদ্ধান্তে রান আউট হন প্রতিরোধ গড়ে তোলা মুশফিক।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ ওভার শেষে ইমরুল কায়েস ২১ ও মাহমুদুল্লাহ ৫ রানে ব্যাট করছেন।

এর আগে এশিয়া কাপে সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।


বাংলাদেশ একাদশ : 
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং নাজমুল ইসলাম অপু।

আফগানিস্তান একাদশ : 
মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, সামিউল্লাহ সেনওয়ারি, আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম এবং মুজিব-উর রহমান।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর