শোয়েব-সরফরাজে এগুচ্ছে পাকিস্তান

শোয়েব-সরফরাজ।

শোয়েব-সরফরাজে এগুচ্ছে পাকিস্তান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ওল্ড ইজ গোল্ড বলে কথা! ৫৮ রানে ইনফর্ম ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়া পাকিস্তানকে টেনে তুলছেন সরফরাজ আহমেদ ও শোয়েব মালিক।  

শেষ খবর পর্যন্ত ৩৩ ওভার শেষে ৩ উইকেটেই ১৩৪ রান করেছে পাকিস্তান। সরফরাজ ৩১ ও মালিক ৪৭ রান নিয়ে ব্যাট করছেন। ইতিমধ্যে ৫০ রানের জুটি গড়ে তুলেছেন বর্তমান ও সাবেক অধিনায়ক।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোর পর্বের ম্যাচে টস জিতে ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। সূচনালগ্নে যুজবেন্দ্র চাহালের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন ইমাম-উল-হক। অবশ্য চাহালের দুর্দান্ত গুগলি ইমামের প্যাডে লাগলেও আউট দেননি আম্পায়ার।

পরে ভারত রিভিউ নিলে আউট দিতে বাধ্য হন তিনি।

পরে বাবর আজমকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেন ফখর জামান। তারা এগুচ্ছিলেনও বেশ। তবে হঠাৎই ছন্দপতন। দলীয় ৫৫ রানে মায়াবী স্পিনার কুলদ্বীপ যাদবের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন ফর্মের তুঙ্গে থাকা ফখর (৩১)। স্কোর বোর্ডে আর ৩ রান যোগ হতেই ফেরেন বাবর। ভুল বোঝাবুঝির খেসারত গুনে রানআউটে কাটা পড়েন তিনি। চাহাল-জাদেজার যুগলবন্দিতে ফেরেন এ ইনফর্ম ব্যাটসম্যান। এতে বিপাকে পড়ে পাকিস্তান।

এ নিয়ে চলমান এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো লড়ছে ভারত-পাকিস্তান। এর আগে গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। যাতে সরফরাজ বাহিনীকে স্রেফ উড়িয়ে দেয় রোহিত ব্রিগেড। ৮ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। ফলে এ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের সম্মান ফেরানোর। অধিকন্তু এ ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালের টিকিট পাবে।

গুরুত্বপূর্ণ এ দ্বৈরথে তাই নিজেদের সেরা দুই খেলোয়াড়কে ফিরিয়ে এনেছে পাকিস্তান। আগের ম্যাচে বিশ্রাম দেয়া পেসার মোহাম্মদ আমির ও লেগস্পিনার শাদাব খানকে ফেরানো হয়েছে একাদশে। বাদ পড়েছেন উসমান খান ও হারিস সোহাইল। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।

পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও মোহাম্মদ আমির।

ভারত একাদশ: 
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, জুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর