বারবার আগুনের ঘটনা অগ্নি সন্ত্রাসীদের চক্রান্ত কি না ভাবতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বারবার আগুন লাগায় সন্দেহ তৈরি হয়, যে শ্রেণি ২০১৩, ২০১৪, ২০১৫ সালে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে; তারাই আগুন দিচ্ছে কি না। তাদের হাত থেকে গাড়ি, ট্রেন, লঞ্চ কিছুই রক্ষা পায়নি, আগুন দিয়েছে। এরা কারা আপনারা জানেন।
শনিবার (২২ এপ্রিল) সকালে গণভবনে আগত সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নিউমার্কেট-বঙ্গবারজারসহ অন্যান্য এলাকায় কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের কোনো চক্রান্ত আছে কি না দেখতে হবে। এসব আগুনে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।
প্রধানমন্ত্রী বলেন, এবারের রমজানে কেউ যেন কষ্ট না পায় এ জন্য খাদ্যের ব্যবস্থা করেছি। রমজানে দলের পক্ষ থেকে কোনো ইফতার পার্টি করিনি। সবাইকে আহ্বান জানিয়েছিলাম সাধারণ মানুষকে সহযোগিতা করতে। আমি নেতাকর্মীদেরর ধন্যবাদ জানাই, প্রত্যেকেই যে যার জায়গা থেকে সাধারণ মানুষের সাহায্য করেছে। এমনকি সরকারি কর্মচারীজীবীরাও পাশে থেকেছে।
বঙ্গবন্ধুর কন্যা হিসেবে গর্ববোধ করেন জানিয়ে শেখ হাসিনা বলেন, আমার নিজের জন্য কিছু চাওয়ার নেই। জনগণের চাওয়াই আমার চাওয়া। জনগণ শান্তিতে থাকলে তাতেই আমার শান্তি। এ সময় পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া চান প্রধানমন্ত্রী।
news24bd.tv/আইএএম