মোদীকে আত্মঘাতী হত্যার হুমকি, কেরালাজুড়ে হইচই

সংগৃহীত ছবি

মোদীকে আত্মঘাতী হত্যার হুমকি, কেরালাজুড়ে হইচই

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আত্মঘাতী হামলায় হত্যার হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে কেরালাজুড়ে হইচই পড়ে গেছে। কারণ আগামীকাল সোমবার কেরালা সফরে যাওয়ার কথা রয়েছে তার।

শনিবার (২২ এপ্রিল) এপিবিলাইভের এক খবরে বলা হয়, আগামী ২৪ এপ্রিল কেরালায় যাওয়ার কথা প্রধানমন্ত্রীর।

তার আগেই বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনের কাছে আসে একটি হুমকি চিঠি। সেই চিঠি নিয়ে তোলপাড় কেরালার রাজ্য-রাজনীতি।

প্রতিবেদনে বলা হয়, সেই চিঠিতে নরেন্দ্র মোদীকে আত্মঘাতী হামলায় খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এমন চিঠি পাওয়ার পর কেরালায় বাড়তি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

চিঠি পাওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি সেটি কেরল পুলিশের এডিজি (ইন্টেলিজেন্স) টি কে বিনোদ কুমারের কাছে পাঠিয়ে দেন। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি।

দেশটির পুলিশ জানায়, চিঠিতে প্রেরকের নাম এবং অন্যান্য তথ্যও দেওয়া ছিল। ২৪ এপ্রিল মোদীর কোচি সফরের সময় একটি আত্মঘাতী হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল ওই চিঠিতে। ইতিমধ্যেই পুলিশ ওই হুমকি চিঠিতে লেখা নামের সূত্র ধরে জোসেফ নামে এক ব্যক্তিকে শনাক্তও করেছে।

তবে জোসেফের দাবি, তার নাম ব্যবহার করে কেউ বা কারা এমন কাজ করেছে। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেয়া হচ্ছে। কিন্তু পুলিশের দাবি, এই চিঠির পেছনে পিএফআই-সহ আরও কয়েকটি সংগঠনের হাত থাকতে পারে।

news24bd.tv/FA