কলকাতায় ঈদের আমেজ

সংগৃহীত ছবি

কলকাতায় ঈদের আমেজ

কলকাতার আকাশে বাতাসে ঈদের খুশির আমেজ। শহরে সেই খুশি আরও বাড়িয়ে দিয়েছে স্বস্তির আবহাওয়া। বিগত কয়েকদিন ধরে যে তাপদাহ চলছিল কলকাতার বুকে, ঈদের দিন তা অনেকটাই কম ছিল। বৃষ্টি না হলেও শহরের স্বস্তিদায়ক তাপমাত্রায় ৬৭৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ১২ বছর পর কলকাতার পার্ক সার্কাস ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  

দীর্ঘ ১২ বছর পর কলকাতা পার্ক সার্কাস ময়দানে ঈদের জামাত হয়েছে। এর আগে নানা কারণে এ ময়দানে ঈদের নামাজ হতো না। এ অঞ্চলে শহরের রাজপথে গাড়িঘোড়া বন্ধ করে সাধারণ মানুষ ঈদের নামাজ পড়তো।

ফলে শনিবার ঈদের নামাজ হতে ময়দানে আসা স্থানীয়দের মধ্যে খুশির আমেজ দেখা গেছে।

নামাজের আগে খুতবায় ইমাম বলেন, আজ আবহাওয়া ভালো। শান্তির পরিবেশে আমরা সবাই মিলে খুব ভালোভাবে ঈদ পালন করছি।

শুধু মুসলমান সম্প্রদায়ের নয়। এই ঈদ সবার। বাংলায় শান্তি-সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন পশ্চিমঙ্গ সরকারের নেতা, মন্ত্রী, সাংসদরাও।

শহরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কলকাতা ফোর্ট উইলিয়াম সংলগ্ন সড়ক রেডরোডে। এর পরের বড় আয়োজন হয়েছিল, পার্ক সার্কাস ময়দানে। এছাড়া নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট, এসপ্ল্যান্ড ও  টালিগঞ্জে অবস্থিত টিপু সুলতান মসজিদ-সহ কলকাতায় ৬৭৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক