গোলাপগঞ্জ থেকে যুদ্ধাপরাধী আব্দুল মতিন গ্রেপ্তার

প্রতীকী ছবি

গোলাপগঞ্জ থেকে যুদ্ধাপরাধী আব্দুল মতিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন যাবত পলাতক যুদ্ধাপরাধী মো. আব্দুল মতিনকে (৭০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

রোববার (২৩ এপ্রিল) সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময়ে হত্যা, ধর্ষণসহ একাধিক অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব- ৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমে জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক যুদ্ধাপরাধী আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল সোমবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর টিকাটুলি র‍্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক