কাকভেজা হলো রাজশাহী নগরী

কাকভেজা হলো রাজশাহী নগরী

রাজশাহী প্রতিনিধি

অবশেষে রাজশাহীতে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছে নগরবাসী। রমজানজুড়ে তাপদাহের পর অবশেষে সেই প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলে। সোমবার বিকাল ৫টা থেকে মৌসুমি বাতাসের পর বৃষ্টি শুরু হয়।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাতে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের এ বৃষ্টিতে গরম কেটে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।  

দেশের বেশ কয়েকটি জেলায় চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা বয়ে গেছে। প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল।

এরপর এলো স্বস্তির বৃষ্টি, কমে আসে তাপমাত্রা। এরই মধ্যে সোমবার (২৪ এপ্রিল) আবারও তাপপ্রবাহ বাড়ার খবর দিলো আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিনপটিক অবস্থা-লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে, যা আগামী তিনদিনে অর্থাৎ ৭২ ঘণ্টায় আরও বাড়বে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক