মাদারীপুরে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

নিহত আলিম মোল্লা

মাদারীপুরে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

বেলাল রিজভী • মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় ‘কথিত’ বন্দুক যুদ্ধে আলিম মোল্লা ওরফে আলি মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (২৪ সেপ্টেম্বর, সোমবার) ভোরে শিড়খারা এলাকায় এই ঘটনা ঘটে।   

পুলিশের দাবি, আলিম মোল্লা একাধিক ডাকাতি ও চুরি মামলার আসামি। নিহত আলিম মাদারীপুরের ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের সামসুল হক মোল্লার ছেলে।

তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শিরখাড়া এলাকায় সোমবার গভীর রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এই সংবাদের ভিত্তিতে মাদারীপুর গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা গুলি ছুড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে একজনের শরীরে গুলি লাগে ও সে ঘটনাস্থলেই মারা যায়।

 

মাদারীপুর পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হাওলাদার জানান, নিহতের বিরুদ্ধে মাদারীপুর ও রংপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপ গান উদ্ধার করেছে।

 

রিজভী▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর