বিদ্রোহীদের বিষয়ে দলের অবস্থান আগের মতো থাকবে: কাদের

ফাইল ছবি

বিদ্রোহীদের বিষয়ে দলের অবস্থান আগের মতো থাকবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ শেরে বাংলা এ কে ফজলুল হককে অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী ও মানবতাবাদী নেতা হিসেবে মূল্যায়ন করে বলে জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি এখনও বাংলাদেশে নখের আঘাতে জর্জরিত করছে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই চলছে।

স্মার্ট বাংলাদেশ লড়াই গড়ার অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র দেশপ্রেম শেরে বাংলার চেতনায় ছিলো। তিনি বর্তমান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রপতি তার নিজ যোগ্যতায় যথাসময়ে যথাস্থানে আসছেন।

তার কর্মদক্ষতাই দিয়েই তিনি তার যোগ্যতা প্রমাণ করবেন।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন কেনার বিষয়ে কাদের বলেন, নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই থাকবে।

news24bd.tv/FA