চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল ৮টায় এখলাসুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। ভোট দিয়ে বেরিয়ে তিনি ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আশা করি জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।

ভোটাররা অভিযোগ করেন, ইভিএমের কারণে অনেকের ভোট দিতে অসুবিধা হচ্ছে। নতুন ভোটাররা পরিচয় খুঁজে পাচ্ছেন না।

যার কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ভোটারদের।

সকাল থেকে ভোটারের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। এ আসনে ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে নির্বাচন অফিস।

news24bd.tv/FA