দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রী ও যানবাহন

দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রী ও যানবাহন

রাজবাড়ী প্রতিনিধি

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষরা। বাড়তি চাপ না থাকায় দৌলতদিয়া নৌ-রুটের যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হয়ে গন্তব্যে যেতে পারছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায় যাত্রী ও যানবাহন তেমন চাপ নেই। ঘাটে এসেই সরাসরি ফেরি ও লঞ্চের দেখা পাওয়া যাচ্ছে যাত্রী এবং যানবাহন।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১৪৯টি ট্রিপে ৩২২৮টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে ৪৮৬টি বাস ৫৫৭টি ট্রাক, ১১৫৮টি প্রাইভেটকার ও মাইক্রোবাস এবং ১০২৮টি মোটরসাইকেল পার করা হয়েছে।

ঘাটে আসা ঢাকাগামী শিক্ষার্থী নায়েব আলী বলেন, ঘাট এলাকায় কোনো ভোগান্তি নেই। ঘাটে এসেই সরাসরি ফেরি পেয়ে গেছি।

অথচ একটা সময় ছিল যখন ঈদ মানেই ভোগান্তির অপর নাম ছিলো দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ঈদের প্রথম থেকে কিছুটা যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে তবে ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারছে। এই নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।

এই রকম আরও টপিক