রাজধানী থেকে মোটরসাইকেল চোরচক্রের ৩ জন গ্রেপ্তার

রাজধানী থেকে মোটরসাইকেল চোরচক্রের ৩ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর আকতার হোসেনে ছেলে মো. জুবায়ের আহমেদ (১৮), মজিবর মিয়ার ছেলে মো. আবুল বাশার মিয়া (১৮) এবং ভোলার আনোয়ার হোসেনে ছেলে বায়জিদ বোস্তামী (২২)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিধানিক দল পৃথক অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতা ১।  

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছে।

তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য।

তিনি জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অভ্যাসগতভাবে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। দেশের বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে কতিপয় লোকজনের কাছে উক্ত মোটরসাইকেল বিক্রয় করে আসছে। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক