এসএসসি পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

এসএসসি পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রেস বিজ্ঞপ্তি

এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রের দুইশো গজের মধ্যে সাধারণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানান তিনি। এতে তিনি জানান, আগামী ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের চলাচল নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, পুলিশের (অর্ডিন্যান্স নং ১১১/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এ আদেশ দেয়া হলো। পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এর আগে এসএসসি পরীক্ষা উপলক্ষে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর পুনর্বিন্যাসকৃত‌ সিলেবাসে সব বিষয়ে, পূর্ণাঙ্গ নম্বরে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

এই রকম আরও টপিক