ঝিনাইদহে কালবৈশাখী-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

সংগৃহীত ছবি

ঝিনাইদহে কালবৈশাখী-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে দত্তনগরে কৃষি ফার্মসহ এলাকার মাঠের ধান, কলা, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় ও বৃষ্টিতে ঝরে গেছে আম। গতকাল বুধবার রাতের ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়।

কৃষকেরা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে হালকা বাতাস শুরু হয়।

ধীরে ধীরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। প্রায় ১০ মিনিটের শিলাবৃষ্টিতে উপজেলার দত্তনগর ধানের বীজ উৎপাদন খামার, পার্শবর্তী করিঞ্চা, বৈচিতলা, বেগমপুর, নওদাগা, বোয়ালিয়া, নস্তি, পাতিবিলা, স্বরূপপুর, কুশাডাঙ্গা, কুসুমপুর, আজমপুর, মদনপুর, আলামপুরসহ আরও বেশ কয়েকটি গ্রামের মাঠের ধান ঝড়ে গেছে। নষ্ট হয়ে গেছে ভুট্টাগাছ, পাট, কলাসহ অন্যান্য ফসল। ঝড়ে গেছে অর্ধশত আম বাগানের অর্ধেকেরও বেশি আম।

এদিকে, এই ঝড়ে বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘরও।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, উপজেলার প্রায় ১৪’শ হেক্টর জমির ফসলসহ আমের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে মন্ত্রনালয়ে পাঠানো হবে।

news24bd.tv/SHS