‘রুহানির সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প’

ডোনাল্ড ট্রাম্প ও হাসান রুহানি।

‘রুহানির সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ইরানি প্রেসিডেন্ট নিউইয়র্ক গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসতে চান বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং সিআইএ’র সাবেক প্রধান মাইক পম্পেও। রোববার মার্কিন ট্রেলিভিশন চ্যানেল এনবিসি-কে মাইক পম্পেও এসব কথা বলেন।  

তিনি বলেছেন, আমি মনে করি যে, প্রেসিডেন্ট এ বিষয়ে সুস্পষ্ট অবস্থানে রয়েছেন।

যেকোনো সময় বৈঠকে বসে তিনি খুশি হবেন। যদি গঠনমূলক আলোচনা হয় তাহলে আমাদের তাই করা উচিত।

আঞ্চলিক কয়েকটি ‘ছোট ভাড়াটে দেশ’ নিয়ে আমেরিকা ইরানের ভেতরে নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে বলে যখন তেহরান অভিযোগ তুলেছে তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের কথা তুলে ধরলেন।

গত মে মাসে পরমাণু সমঝোতা থেকে ট্রাম্প আমেরিকাকে বের করে নেন তবে এরপর থেকেই ইরানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ দেখিয়ে আসছেন।

কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা বিষয়টি নাকচ করে আসছেন।

সর্বোচ্চ নেতা বলেছেন, বলদর্পী ও প্রতারণামূলক স্বভাবের কারণে আমেরিকার সঙ্গে ইরানের বৈঠকে বসা সম্ভব নয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর