বাগানে মিলল দু’মাথাওয়ালা সাপ

দু’মাথাওয়ালা সাপ

বাগানে মিলল দু’মাথাওয়ালা সাপ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে একটি দু'মাথাওয়ালা বা কপারহেট সাপের সন্ধান পাওয়া গেছে। এটিকে খুবই দুর্লভ এক ঘটনা বলছেন বৈজ্ঞানিকরা। ভার্জিনিয়া রাজ্যে এক বাড়ির বাগানে সাপটি পাওয়া যায়।

এ সাপ সাধারণ ১৮ থেকে ৩৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়।

এটি বিষাক্ত এবং ভাইপারজাতীয় সাপ যা যুক্তরাষ্ট্রের পূর্বাংশে পাওয়া যায়। কপারহেড সাপকে আক্রমণাত্মক বলে মনে করা হয় না। খবর বিবিসির

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুমাথাওয়ালা এই সাপটি একটি বাচ্চা সাপ এবং মাত্র ইঞ্চি ছয়েক লম্বা।

দু-মাথা নিয়ে জন্মানো প্রাণীকে বলা হয় বাইসেফালিক।

এগুলো বেশি দিন বাঁচে না, এবং এদের পক্ষে প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকা খুবই কঠিন বলে সর্পবিশেষজ্ঞ ড. জন ডি ক্লিওফার এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন।

অনেক সময় এমনও হয় যে একটি মাথা অপর মাথাটিকে আক্রমণ করে।

মনে করা হচ্ছে যে বন্যপ্রাণীর কোনো একটি আশ্রয় কেন্দ্র এ সাপটিকে তাদের কাছে রাখবে।

ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকী মন্তব্য করেছে, দু'মাথাওয়ালা সাপকে অনেকটা মাঝে মাঝে যে জোড়া-লাগানো শিশু জন্মের ঘটনা ঘটে - তার সঙ্গে তুলনা করা যায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)