ট্রাম্পের কথা রাখল না ওপেক

ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের কথা রাখল না ওপেক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করেছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। সংস্থার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ।

তিনি বলেছেন, ইরানের তেল বিক্রি শূণ্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে ট্রাম্প যে স্বপ্ন দেখছেন তা বাস্তবে পরিণত হবে না। ইরানের তেল রপ্তানি শূণ্যের কোঠায় আনার ব্যাপারে এক মাস ধরে আমেরিকা চেষ্টা চালাচ্ছে তবে সে স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেবে না।

রোববার ওপেক সদস্য দেশগুলো এবং ওপেকের বাইরের দেশ রাশিয়া অপরিশোধিত তেল উত্তোলন বাড়ানোর বিষয়টি নাকচ করে দিয়েছে। এ ঘটনাকে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচনের আকাঙ্ক্ষার পথে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

গত মে মাসে ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান এবং তেহরানের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

এছাড়া, ইরানের তেল বিক্রি শূণ্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর