‘পাকিস্তান পরাশক্তির কাছে মাথানত করে না’

ইমরান খান।

‘পাকিস্তান পরাশক্তির কাছে মাথানত করে না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের সঙ্গে সু-সম্পর্ক চাওয়াকে পাকিস্তানের দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা উচিত হবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বলেছেন, সু-সম্পর্ক চাওয়ার পেছনে উপমহাদেশের জনগণকে দারিদ্র থেকে মুক্ত করার লক্ষ্য রয়েছে। এজন্য দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা হওয়া দরকার।

রোববার সরকারি কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

পাকিস্তানকে দুর্বল ভাবা ঠিক হবে না উল্লেখ করে ইমরান খান বলেন, তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে। যখন আমরা বন্ধুত্ব চাই তার অর্থ হচ্ছে- আমরা উপমহাদেশের জনগণকে দারিদ্র থেকে বের করে আনার ইচ্ছা পোষণ করছি। দু'দেশের মধ্যে বাণিজ্যও আবার চালু করতে হবে। এটা নিয়ে কারো ভুল বোঝা উচিত হবে না।

একে দুর্বলতা হিসেবেও দেখা ঠিক হবে না।

হুমকিকে পাকিস্তান ভয় পায় না জানিয়ে তিনি বলেন, পাকিস্তানের জনগণ কখনো কোনো পরাশক্তির চাপের কাছে মাথানত করবে না। যদি তারা হুমকি দেয় তাহলে পুরো জাতি ঐব্যদ্ধভাবে শেষ পর্যন্ত তা মোকাবেলা করবে।

ইমরান খান বলেন, শুধু পাকিস্তানের স্বার্থেই বন্ধুত্ব চায় না বরং দু'দেশের জন্যই তা চায় এবং ভারতীয় নেতাদের উদ্ধত আচরণের সমাপ্তির মধ্যদিয়ে পরিস্থিতির উন্নতি ঘটবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর