রোহিঙ্গা সংকটে জাতিসংঘে প্রধানমন্ত্রীর তিন দফা

প্রধানমন্ত্রীর তিন দফা

রোহিঙ্গা সংকটে জাতিসংঘে প্রধানমন্ত্রীর তিন দফা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় তিন দফা প্রস্তাব উপস্থাপন করেছেন।

জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার আয়োজিত  ‘শরণার্থী বিষয়ক বৈশ্বিক প্রভাবের উচ্চ পর্যায়ের বৈঠক : এ মডেল ফর গ্রেটার সলিডারিটি এন্ড কো-অপারেশন’ শীর্ষক সভায় তিনি প্রস্তাবগুলো তুলে ধরেন। সভায় জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজসহ বিশ্ব নেতারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-

প্রথম, মিয়ানমারকে অবশ্যই বৈষম্যমূলক আইন ও নীতি বিলোপ এবং রোহিঙ্গাদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ ও তাদের দেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে।

দ্বিতীয়, মিয়ানমারকে অবশ্যই সকল রোহিঙ্গার নাগরিকত্ব প্রদানের সঠিক উপায়, নিরাপত্তা নিশ্চিত ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রয়োজনে বেসামরিক নাগরিকদের রক্ষায় মিয়ানমারের ভেতরে ‘সেফ জোন’ তৈরি করতে হবে।

তৃতীয়, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৈরাজ্য রোধে অপরাধীদের জবাবদিহিতা, বিচার, বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের সুপারিশমালার আলোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গারা শতাব্দী ধরে বসবাস করে আসছিল, তাদেরকে সেখান থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়েছে।

মানবিক দৃষ্টিকোণ থেকে বিতাড়িত এই ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিলেও নাগরিকদের চাহিদা মেটাতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। যার বিরূপ প্রভাব আমাদের সমাজ, পরিবেশ ও অর্থনীতির উপর পড়েছে।

তিনি বলেন, জোরপূর্বক স্থানান্তরিত রোহিঙ্গাদের আশ্রয় দিতে দায়িত্বশীল সরকার হিসাবে আমরা আমাদের সীমানা খুলে দিয়েছি। আমরা কেবল তাদের জীবনই রক্ষা করিনি, আমরা রাখাইন অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করেছি।

তিনি  আরও বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমার সরকারই তৈরি করেছে এবং মিয়ানমারকে এর সমাধান খুঁজে বের করতে হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদে ও নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে স্থায়ীভাবে ফেরত নেয়া দেখতে চায়।

 

সম্পর্কিত খবর