ব্যবসায়ীদের দু’দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার আহ্বান ভারতীয় হাইকমিশনারের 

সংগৃহীত ছবি

ব্যবসায়ীদের দু’দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার আহ্বান ভারতীয় হাইকমিশনারের 

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও ভারতের উন্নত যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে দুই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। মঙ্গলবার (২ মে) রাজধানীর বাংলা মোটরে উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘ভারত ও বাংলাদেশের মধ্যে মাল্টিমোডাল সংযোগ’ শীর্ষক সেমিনারে তিনি এই আহ্বান জানান।  

দুই দেশের অবকাঠামোকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে এ সময় উল্লেখ করেন তিনি।  

অনুষ্ঠানে মূল প্রবন্ধে করোনা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা কাটাতে আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর তাগিদ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে আইবিএ’র সাবেক পরিচালক সৈয়দ ফরহাদ আনোয়ার, সিপিডির ফেলো ড. মুস্তাফিজুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
news24bd.tv/আইএএম