রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা মেলা

সংগৃহীত ছবি

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা মেলা

মিডিয়া পার্টনার নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন

কুষ্টিয়া প্রতিনিধি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখনো সমান প্রাসঙ্গিক, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তার দর্শন কাজে লাগাতে হবে। কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনারে এমনই মত দেন বিশেষজ্ঞরা।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা মেলার শুরুর দিনে সোমবার ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় রবীন্দ্র চর্চা’ শিরোনামে দুই পর্বের জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করেন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি, লেখক ও গবেষক।

সকাল সাড়ে ৯টায় ১০ দিনের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান আলী। ১০ দিনের এই সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা মেলার মিডিয়া পার্টনার নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন।

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া রিলেশন অফিসার কারশেদ আলম বলেন, ১০ দিনের আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হলো কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, অটোরিক্সা চালক ও পল্লী চিকিৎসক সমাবেশ, হজ প্রশিক্ষণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শুদ্ধ উচ্চারণ কর্মশালা, বিভিন্ন রকমের ভিজিট কর্মসূচি ও সংগীত।

অনুষ্ঠানমালার শেষ দিনে ১১ই মে বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিসহ বিভিন্ন আয়োজন থাকবে।

news24bd.tv/SHS