আমিরাতে আবারও ভিসা ট্রান্সফার চালু!

ফাইল ছবি

আমিরাতে আবারও ভিসা ট্রান্সফার চালু!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য ‘ভিসা ট্রান্সফার’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এর ফলে দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা ভিসা পরিবর্তন করে অন্য কোম্পানিতে যোগ দিতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান ভিসা ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেলে দূতাবাসের কনফারেন্স রুমে সাংবাদিকদের তিনি বলেন, আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে ভিসা পরিবর্তনের এই বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন।

রাষ্ট্রদূত বলেন, এই সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে আমিরাতে প্রবাসীরা ভালো চাকরি করতে পারবেন। তাদের আবাসনকে বৈধ করতে পারবেন।

এদিকে আমিরাত সরকার চলতি বছরের ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর ফলে হাজার হাজার অবৈধ প্রবাসী এখন বৈধ হতে পারবেন।

রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বলেন, যেসব অবৈধ প্রবাসী আমিরাতে রয়েছেন তাদের কোনও ধরনের ডকুমেন্ট বা কাগজপত্র না থাকলেও তাদের ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি তৈরির সুযোগ দেয়া হবে। এই ব্যাপারে তিনি দূতাবাসের সহায়তার নেয়ার জন্য আহ্বান জানান। একইসঙ্গে সবাইকে বৈধ হয়ে দেশটির আবাসন আইন মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি।

 

NEWS24▐ কামরুল

 

সম্পর্কিত খবর